নাসিম রুমি: ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন একজন ব্যর্থ প্রেমিক হিসেবে। ট্র্যাজেডি গল্পের নায়ক ও ছ্যাঁকা খাওয়া প্রেমিক হিসেবেই বেশি পরিচিত তিনি।
আজও দর্শক তার অভিনীত সিনেমার সংলাপ ও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন। বিষয়টি মজার ছলে করলেও, তাতে কোনো দুঃখবোধ নেই নায়কের। বাপ্পারাজ মনে করেন, তিনি তার জায়গায় এক নম্বর। তাই এত বছর পরও তাকে নিয়ে আলোচনা হয়। এটিকে প্রাপ্তি বলেই মনে করছেন এ নায়ক।
এদিকে দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। কিছুদিন আগেই একটি টিজারে দেখা যায় বাপ্পারাজকে। জানা গেছে, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এটিই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেও, এবার তার সঙ্গে নেই কোনো নায়িকা। ব্যর্থ প্রেমিকখ্যাত নায়ক এবার ফিরছেন নায়িকা ছাড়া।
চরিত্রনির্ভর গল্পের ওপর নির্মিত হতে যাচ্ছে এটি নির্মাণ করছেন মোস্তফা খান শিহান। টিজার প্রকাশের পর এর কোনো আপডেট আর পাওয়া যায়নি। কবে নাগাদ শুটিং শুরু করবেন এ বিষয়ে জানতে চাইলে বাপ্পারাজ বলেন এপ্রিল থেকে শুটিং শুরু করবো। আসলে এটি দারুণ এক গল্পেরে বিষয়বস্তুর কারণে কাজ করতে রাজি হয়েছি।
যেমন এটার মধ্যে নায়িকা নেই, নাচ-গান নেই। চরিত্রনির্ভর এক গল্প। চরিত্রে অভিনয়ের দুর্দান্ত সুযোগ আছে। ধুমধাম ব্যাপারও আছে। টিজার দেখেই অনেকেই আঁচ করতে পেরেছেন, কী হতে চলেছে। এর টিজার আসলে এখনই ছাড়ার কথা ছিল না। কিন্তু হেনা-বকুল নিয়ে এত মাতামাতি শুরু হলো, তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে। সময় ও সুযোগটা কাজে লাগিয়েছে।’
অভিনয়ে অনিয়মিত কেন বাপ্পারাজ? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি ইন্ডাস্ট্রির বর্তমান বেহাল দশা। যেখানে নেই কাজের পরিবেশ। ইন্ডাস্ট্রির সোনালি অতীত আর নেই।’
তবে তিনি এর জন্য পরিচালক-প্রযোজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিনেতা বলেন, ‘ভালো সিনেমা বানাতে প্রযোজক-পরিচালকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিচালকদেরও তাদের সিনেমা নির্মাণের ধরন বদলাতে হবে।