English

33 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

এবার ঘরে ঢুকে পেটানোর হুমকি দিলেন কঙ্গনা

- Advertisements -

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কঙ্গনা রানাউত।একের পর এক ঝাঁঝালো মন্তব্যের কারণে সবার কাছে বিশেষ পরিচিত রয়েছে তার।

তেমনই বেজায় চটে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন তিনি। এবার কী অভিযোগ, কে তার নিশানায়?

কঙ্গনার এবারের অভিযোগটা গুরুতর। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে দাবি করেন, তার ওপর নজরদারি চালানো হচ্ছে।  পরদিন সোমবার কঙ্গনা ফের লেখেন, ‘আমি রোববার নজরদারির অভিযোগ করার পর আজ দেখছি, কেউ আর আমার পিছু নিচ্ছে না।’

একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ সেই পোস্টের একাংশে তিনি লেখেন, ‘চঙ্গু মঙ্গু গ্যাং তোমরা দেহাতি কারোর মুখোমুখি বোধহয় হওনি কখনও। ভালোয় ভালোয় শুধরে যাও, না হলে ঘরে ঢুকে পেটাব। আর যাদের মনে হয় আমি পাগল তারা তো জানোই আমি পাগল, তবে কতটা পাগল সেটা তো জানো না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন