দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ।
পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে নির্বাচন নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের। অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করে সম্পাদক হিসেবে নিপুণ আক্তার দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ দেন।
এ রায়ের পর আজ (২১ নভেম্বর) বিকেলে এফডিসিতে নিপুণ রায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে নিপুণের সমর্থকরা ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ব্যান্ড পার্টি নিয়ে নিপুণের সমর্থক ও শিল্পীরা এফডিসি প্রদক্ষিণ করেন।