English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

এখনো আমি প্রতিক্ষায় আছি: ববিতা

- Advertisements -

নাসিম রুমি: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। প্রায় দশ বছর হলো নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না তিনি। ববিতাকে নিয়ে সর্বশেষ নারগিস আক্তার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পর আর নতুন কোনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি তাকে। অবশ্য এরপর অনেক চলচ্চিত্র নির্মাতাই তার কাছে গিয়েছেন, সিনেমার গল্প শুনিয়েছেন। কিন্তু ববিতার গল্প ভালোলাগেনি। ববিতা আবার যদি কখনো সিনেমাতে অভিনয়ে ফিরেন তবে একেবারেই মৌলিক একটি গল্পের সিনেমাতে অভিনয় করবেন। কানাডা থেকে মোবাইলে ববিতা এই প্রসঙ্গে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সত্যি বলতে কী বিগত প্রায় দশ বছরে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন।

কিন্তু কারো গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাবো। কিন্তু এটাও সত্যি আমার এখনো চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ আছে। আগ্রহ আছে এ কারণেই যে আমিতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই। কিন্তু বিগত দশ বছরে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ এলোনা আমার। এখনো আমি প্রতীক্ষায় আছি হয়তো একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে। পাশের দেশেই যদি তাকাই, এখনো তাদের দেশের জীবন্ত কিংবদন্তী অভিনয় শিল্পীদেরকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়।

গল্পের কারণেই কিংবদন্তী শিল্পী সিনেমার প্রাণ হয়ে উঠেন। আর যারা তরুন শিল্পী থাকেন তারা সেই শিল্পীর পাশে অভিনয় করে সিনেমাটিকে আরো অলংকৃত করে তোলেন। তারা প্রবল আগ্রহ নিয়ে কিংবদন্তীর সঙ্গে অভিনয় করেন। আমরা তা পর্দায় প্রাণভরে উপভোগ করি। কিন্তু আমাদের দেশে এখনো এই ধরনের সিনেমা নির্মাণে সাহস পাননা নির্মাতারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন