English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

একসঙ্গে ‘হেরা ফেরি’ ত্রয়ী, উচ্ছ্বসিত ভক্তরা

- Advertisements -
বলিউডের অন্যতম ব্যবসাসফল ও প্রচন্ড জনপ্রিয় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। শুধু ‘হেরা ফেরি’ নয়, এর অন্যতম চরিত্র রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল) চরিত্রগুলোও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তাই সিনেমাটির তৃতীয় পর্ব ‘হেরা ফেরি ৩’কে ঘিরে আড্ডা কখনই শেষ হয় না। কয়েকমাস পরপরই ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটির প্রসঙ্গে নতুন অনুমান এবং কথাবার্তা ওঠে আসে।
সিনেমাটির তৃতীয় কিস্তির ঘোষণা বেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু প্রযোজনা সংক্রান্ত জটিলতায় এর কাজ আটকে যায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অবশেষে আবারও ট্র্যাকে ফিরছে ‘হেরা ফেরি-৩’। 

এরইমধ্যে সিনেমাটির তিন অভিনেতা ভক্তদের মাঝে উন্মাদণা তৈরি করলেন।

একসঙ্গে দেখা গেল তিনজনকে। সম্প্রতি মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে অক্ষয় কুমারকে তাঁর দুই হেরা ফেরি সহ-অভিনেতা সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের সঙ্গে দেখা গেছে। সুরাটে যাত্রা করার আগে এই ত্রয়ী পাপারাৎজিদের জন্য পোজ দিয়েছিলেন। আর ৩ জনকে একফ্রেমে দেখার পরই ভক্তরা ‘হেরা ফেরি’ ৩ নিয়ে জল্পনা শুরু করে দেন।
বিমানবন্দরে ঢোকার আগে অক্ষয়, সুনীল ও পরেশ যখন ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে এগিয়ে এলেন, তখন সকলেই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। পাপারাৎজিরা যখন রাজু, শ্যাম ও বাবু ভাইয়া (হেরা ফেরির অক্ষয়, সুনীল ও পরেশের অনস্ক্রিন চরিত্র) বলে চিৎকার করছিল, তখন অক্ষয়কে মজা করে পরেশের ঘাড় হাত দিয়ে ধরে সোজা করে দিতেও দেখা যায়। তবে কি ফেরা ফেরির শুটিংয়ে যাচ্ছেন তারা? বিষয়টি এখনও স্পষ্ট নয়। কারণ ওয়েলকাম জঙ্গল নামক একটি সিনেমাতেও একসঙ্গে কাজ করছেন তিনজন। তবে ধারনা করা হচ্ছে সুরাটে অক্ষয়ের আমন্ত্রণে তার মার্শাল আর্টস একাডেমিতে যাচ্ছেন সুনীল ও পরেশ।

এদিকে এই ত্রয়ীর ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে শোড়গোল পড়ে যায়। অনেকে মন্তব্য করে বলছেন, ‘হেরা ফেরির ত্রয়ী। তবে কি শুটিং শুরু?’ কেউ কেউ তিনজনকে কমেডির কিংবদন্তি ত্রয়ী হিসেবেও উপাধি দিচ্ছেন। কেউ কেউ বলছেন, হেরা ফেরির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তারা।

‘হেরা ফেরি ৩’ অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠির জন্য একটি প্যাশন প্রজেক্ট। বিশেষ করে অক্ষয় কুমার। কারণ, গত কয়েক বছরে তিনি বক্স অফিসে একেবারেই ধরাশায়ী। ফলে ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি তার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আর সেটার জন্যই তিনি অপেক্ষা করছেন বলে জানা গেছে। এছাড়া অক্ষয়কে আগামীতে অভিষেক অনিল কাপুরের ‘স্কাই ফোর্স’-এ দেখা যাবে। এতে অভিনয় করেছেন নিমরত কৌর, সারা আলি খান, বীর পাহাড়িয়া প্রমুখ। আরশাদ ওয়ারসি, হুমা কুরেশি, অমৃতা রাও এবং সৌরভ শুক্লা অভিনীত ‘জলি এলএলবি ৩’ সিনেমাও রয়েছে অক্ষয়ের হাতে। কন্নড় মহাকাব্য-ড্রামা কান্নাপ্পাতেও অক্ষয়ের একটি ক্যামিও রয়েছে যেখানে তিনি ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

ওমরাহ করলেন চিত্রনায়ক আলমগীর

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন