নাসিম রুমি: বলিউডের এতদিনের প্রায় সব রেকর্ডই ভেঙে ফেলেছে শাহরুখ খানের পাঠান। অভাবনীয় এই সাফল্য নিয়ে এর আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। এবার শাহরুখের ছবি নিয়ে কথা বলতে শোনা গেল অনুপম খেরকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, শাহরুখ খান অভিনীত ছবিটি ১২ দিনে বিশ্বব্যপী ৮৩২.২ কোটির ব্যবসা করেছে।
বলে রাখা ভালো, গত বছর যখন পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তি পেল তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় বয়কট ট্রেন্ড। দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে ছবি বয়কটের ডাক ওঠে। যাতে নাম জড়ায় একাধিক বিজেপি নেতার। এমনকী বলিউডের একাধিক তারকাও শাহরুখ খানের ছবি নিয়ে নেগেটিভ মন্তব্য করেছিলেন। গানের ভাষা থেকে ডান্স স্টেপ, আপত্তিকর লেগেছিল তাঁদের। অভিযোগ ছিল তা ধর্মীয় ভাবাবেগেও আঘাত করেছে।
পাঠান যেভাবে সব প্রত্যাশা ছাড়িয়ে সাফল্য লাভ করেছে সে প্রসঙ্গে বলতে গিয়ে অনুপম জানান, ‘আপনি কোনও ট্রেন্ড থেকে থুড়ি ছবি দেখতে যাবেন। কেউই যায় না ওভাবে। আপনার যদি ট্রেলার ভালো লাগে অবশ্যই যাবেন। ছবি যদি ভালো লাগে তাহলে হলে লোক যাবেনই। লোকে তো মনে মনে ঠিকই করে নেয়, ‘আমাকে এই ছবিটা দেখতে হবেই’।’