নাসিম রুমি: অডিওতে দুর্দান্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রায় প্রতিদিনই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। নতুন, পুরনো অডিও কোম্পানির জন্য একক ও দ্বৈত গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন তিনি।
চলতি ডিসেম্বরেও এখন পর্যন্ত কমপক্ষে এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এদিকে সম্প্র্রতি একইদিনে তিন গান নিয়ে হাজির হলেন এ তারকা কণ্ঠশিল্পী।
তার কণ্ঠে প্রকাশিত তিনটি গানের মধ্যে দু’টি একক এবং একটি দ্বৈত। গানগুলোর শিরোনাম হলো- ‘কতটা অবুঝ ছিলাম আমি’ ‘পস্তাবি তুই’ এবং ‘শ্যামল সুন্দরও রূপ’। এর মধ্যে প্রথম গানটির কথা ও সুর করেছেন শাহীন সুলতান। সংগীতায়োজনে রেজোয়ান শেখ।
দ্বিতীয় গানটির কথা রাসেল অবিরের। সুর করেছেন মাসুদ টুটুল। সংগীতায়োজনে এইচ আর লিটন। তৃতীয় গানটির কথা ও সুর শাহ আব্দুল করিমের।
এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন চৌধুরী কামাল। তিনটি গান প্রসঙ্গে সালমা বলেন, গান তিনটি কাছাকাছি সময়ে করা। অনেকটা কাকতালীয়ভাবে তিনটি গানই একইদিনে প্রকাশ হয়েছে দু’দিন আগে। তিনটি গানেরই কথা ও সুর বেশ আলাদা।
ভিডিও আকারে প্রকাশ হয়েছে তিনটি গানই। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে গানগুলো ভালো অবস্থানে যাবে। এদিকে সালমা চলতি ডিসেম্বর ব্যস্ত থাকবেন রেকর্ডিং নিয়ে। এর মধ্যে কয়েকটি শোও করার কথা রয়েছে তার।