English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

এক কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

নাসিম রুমি: দেশের সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয়ে বর্তমানে অনিয়মিত থাকলেও সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন হাসান জাহাঙ্গীর। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার সমান ব্যস্ততা।

‘আবরার টুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন তারা দু’জন। ইতোমধ্যেই শেষ হয়েছে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন,‘অনেক আগেই আমি গৎবাঁধা কাজ ছেড়ে দিয়েছি। মাঝে একটি বিজ্ঞাপনে আমাকে এক কোটি টাকা অফার করেছিল আমি করিনি। সেটি ছিল একটি পাথরের আংটির বিজ্ঞাপন। আমি লোভী হলে বিজ্ঞাপনটি করে ফেলতাম। প্রোডাক্ট পছন্দ হয়নি, স্ক্রিপ্ট ভালো ছিল না তাই করিনি।’

হাসান জাহাঙ্গীরের প্রশংসা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমি আর প্রয়াত এটিএম শামসুজ্জামান ভাই প্রথম কাজ করি। সম্ভবত এটি ২০০০ সালের আগের ঘটনা। সেই থেকে হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমার হৃদ্যতা। তারপর মাঝে মাঝে কাজ করেছি। অনেকদিন পর তার এই বিজ্ঞাপনে অভিনয় করলাম। আশা করি, বিজ্ঞাপনটি টিভিতে প্রচার হলে আপনাদেরও পছন্দ হবে। আমার অনেকগুলো ভালো কাজের মধ্যে হাসান জাহাঙ্গীরের এই কাজটি অন্যতম। সে খুব ভালো বিজ্ঞাপন নির্মাণ করে।’

নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি বরাবরই ভালো কিছু কাজ করার চেষ্টা করি। বিজ্ঞাপনে স্ক্রিপ্ট, নির্মাণ দুটো নিয়েই কাজ করার সুযোগ থাকে। সুতরাং প্রতিটি বিজ্ঞাপন আমি গুরুত্বসহকারে করি। আশা করি, ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যে বিজ্ঞাপনটি নির্মাণ করলাম, সেটি দর্শকের মনে দাগ কাটবে। কাঞ্চন ভাই খুবই বড় মনের মানুষ, জাদরেল অভিনেতা।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন