২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়ে ‘এ মাইনাস’ গ্রেডে কৃতকার্য হয়েছেন তিনি। ফলের ব্যাপারটি নিশ্চিত করে দীঘি বলেন, কিছুক্ষণ আগেই রেজাল্ট পেলাম।
আমি ৩.৭৫ পেয়ে পাশ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে শিক্ষাজীবনে আরও ভালো করতে পারি। দীঘি স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
প্রসঙ্গত, অভিনেতা সুব্রত বড়ুয়া ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘি।
‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের একটি সিনেমায়।