মেয়েদেরকে বডি শেমিং-এর সম্মুখীন, বর্তমানে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সমাজের এই ধারণা বদলে ফেলতেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিয়ে আসছেন ‘ফাটাফাটি’। একদম অন্য স্বাদের গল্প বলবে এই বাংলা ছবি।
গতকাল রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনেকগুলো ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল আমার ছবির গান জানি অকারণ মুক্তি পেয়েছে। এটি ফাটাফাটি ছবির গান। আর এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্যে দিয়ে গেলাম।’
তিনি আরও লেখেন, ‘আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে যায়। আমি দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো ছবির কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। আবার ওজন কমাই। এরপর ফাটাফাটির অফার আসে। আর এই স্ক্রিপ্ট সবকিছু পাল্টে দেয়।’