দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল। মঙ্গলবার (১৮ অক্টোবর) পদ্মাপাড়ে বসতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর। এবারের এই আয়োজনে উপস্থাপনায় দেখা যাবে তাকে।
পদ্মা সেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে (১৮ অক্টোবর) শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে থাকছে নানামাত্রিক চমক।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা।’
এর আগে ৭-৮ বছর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এবারের ঐক্যডটকম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ হচ্ছে আরও বড় পরিসরে। তাছাড়া সৈনিকদের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় কাজটি করব, যারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি আনন্দিত।”