বিশ্বজুড়ে জনপ্রিয় ও সমাদৃত নারী সঙ্গীতশিল্পীদের সম্মানিত করতে এবারও আয়োজিত হচ্ছে ‘দ্য বিলবোর্ড উইমেন ইন মিউজিক অ্যাওয়ার্ডস’। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে এই আয়োজন। নারী সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বছরের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় নারী সঙ্গীতশিল্পীদের সম্মানিত করা হয় এই আয়োজনের মধ্য দিয়ে।
এমি-বিজয়ী লেখক ও অভিনেত্রী কুইন্টা ব্রানসন এ বছর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। ক্যালিফের লস অ্যাঞ্জেলেসের হলিউড পার্কের ইউটিউব থিয়েটারে অনুষ্ঠিত হবে এটি।
এছাড়াও বছরের অন্যান্য সেরা পারফরম্যান্স এবং প্রতিভাশীল নারী সঙ্গীতশিল্পীদের নাম অনুষ্ঠানে ঘোষণা করা হবে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতার দায়িত্বে রয়েছে আমেরিকান এক্সপ্রেস, হোন্ডা, মুগলার এবং ন্যাশনওয়াইড।
আয়োজনটি প্রসঙ্গে বিলবোর্ড সম্পাদকীয় পরিচালক হান্না কার্প বলেছেন, “আমরা এই যুগান্তকারী শিল্পীদের শনাক্ত করতে পেরে রোমাঞ্চিতবোধ করছি। যারা জেনারেশন জুড়ে আজকের সঙ্গীতকে সংজ্ঞায়িত করছে এবং আগামীর নারীদের জন্য সঙ্গীতের পথ প্রশস্ত করছে। আমাদের সঞ্চালক হিসেবে অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব কুইন্টা ব্রানসনের সাথে এই বছরের বিলবোর্ড উইমেন ইন মিউজিক অ্যাওয়ার্ডস একটি অবিশ্বাস্য রাত হতে চলেছে।