নারী ক্রিকেটারদের সঙ্গে দেশের নারী ফুটবলাররাও এখন সেলিব্রেটি। বিশেষ করে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এই মেয়েদের নিয়ে আগ্রহ বেড়ে গেছে অনেকের। বিভিন্ন প্রতিষ্ঠান নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে এবং আর্থিকভাবে পুরস্কৃত করেছে।
এবার জাতীয় দলের ফুটবলার এবং ক্রিকেটারদেরকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে। আগামী ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলে সোমবার নিশ্চিত করেছেন ইত্যাদির পরিচালক হানিফ সংকেত।
তিনি বলেছেন, ‘ঈদের ইত্যাদি অনুষ্ঠানে নারী ক্রীড়াবিদদের নিয়ে একটি পর্ব আছে। জাতীয় নারী ফুটবল দলের পাশাপাশি নারী ক্রিকেট দলের ১২ জন সদস্যও থাকবেন এই পর্বে। যেখানে প্রধান আকর্ষণ দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান।’