নাসিম রুমি: ঈদ কিংবা বছরের অন্যসময়, বাংলা সিনেমা মানেই শাকিব খানের দাপট! হলে হলে সিনেমাপ্রেমীদের ঢল, নেমে আসে উৎসব! বিগত ১৭ বছর ধরে এমন চিত্র দেখা যায়। বছর কয়েক আগে এমনও ঈদ গেছে, যে ঈদে শাকিব অভিনীত ৫-৭টি সিনেমা মুক্তি পেত!
আসছে ঈদুল ফিতরেও শাকিব অভিনীত একসঙ্গে তিনটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে! তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’র মাধ্যমে আসন্ন ঈদ মাতাবেন ‘কিং খান’!
তিনটি ছবিরই শুটিং শেষ। এর মধ্যে ‘লিডার’ সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি লাভ করেছে। এই তিন ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন নায়িকা। লিডার-এ আছেন বুবলী, আগুন-এ জাহারা মিতু এবং অন্তরাত্মা-তে ছবিতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।
চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সিনেমা হল মালিকরা মনে করেন, শাকিবের সিনেমা মুক্তি পেলেই গ্রামগঞ্জের বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলে যায়। এ কারণে তারা সবসময়ই শাকিবের ছবিগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। মুক্তির আগেই প্রযোজকরা ছবির ম্যারিট অনুযায়ী টেবিল কালেকশন করতে পারেন।
তাই আগামী ঈদে তিনটি ভিন্ন কনসেপ্টের সিনেমা দিয়ে হয়তো আবার ঝিমিয়ে পড়া চলচ্চিত্র ব্যবসায় বড়সড় ধাক্কা দেবেন ঢাকাই ছবির নবাব, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।