ইলিয়াস কাঞ্চনের প্রতিপক্ষ হিসেবে কারো দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া।
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ইলিয়াস কাঞ্চনের নির্বাচনে আসা উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঙ্গুয়া।
গাঙ্গুয়া বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই যেখানে নির্বাচন করতে যাচ্ছেন সেখানে তো তাঁর কোনো প্রতিপক্ষ থাকা উচিত না। ইলিয়াস কাঞ্চন ভাই কেন ইলেকশন করবেন, তিনি সিলেকশন হবেন।’
বর্তমান কমিটির সমালোচনা করে প্রায় ৮০০ চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘আমি একবার ব্রেন স্ট্রোক করে স্কয়ার হসপিটালে ভর্তি ছিলাম। আমার বিল হয়েছে ৬০ লাখ টাকার মতো। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে সহায়তার জন্য আবেদন করি। তারা আমাকে মাত্র ১০ হাজার টাকার সহায়তা করতে চেয়েছে। এটা কি কোনো সহায়তা?’
গাঙ্গুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা শিল্পী, আমরা শিল্পী। আপনারা যদি স্কয়ার হসপিটালে গিয়ে বলতেন, অনুরোধ করতেন তাহলে হয়তো আমার বিল অর্ধেক হয়ে যেত। এটাই হতো আমার কাছে সবচেয়ে বড় সহায়তা। কিন্তু আপনাদের কোনো সহায়তা আমি পাইনি। আজ আমার ওস্তাদ জসিম বেঁচে থাকলে এ রকম পরিস্থিতি হতো না। আজ ইলিয়াস কাঞ্চন ভাইকে নির্বাচন করতে হতো না।’
এই খল অভিনেতা বলেন, ‘আমাকে আজ কথা বলতে না দিলেও আমি জোর করে কথা বলতাম। কারণ আজ অনেক না-বলা কথা বলার ছিল, সেসব বলতে হতো আমাকে। আপনারা সকলেই ইলিয়াস কাঞ্চন ভাইকে ভোট দেবেন। কারণ আমরা কারো কাছে হাত পাততে চাই না, আমরা কাজ করে খেতে চাই।’
আসছে ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নূতন, আফজাল শরীফসহ আরো অনেকে।