স্বামী হলিউড তারকা জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে উপসম্পাদকীয় লিখেছিলের মার্কিন অভিনেত্রী আম্বার হার্ড। সেই লেখার জন্য আম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন জনি ডেপ। এরপর জনির বিরুদ্ধে পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন আম্বার হার্ড। মামলায় জিতে গেলে বিপুল পরিমাণ অঙ্কের অর্থ পাবেন আম্বার হার্ড। কিন্তু তার আগেই বড় বড় ধাক্কা খেয়েছেন তিনি।
বর্তমানে আদালতে মানহানির মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার শুনানিতে ভিডিও ফুটেজ সামনে এনেছেন জনি ডেপ। সে ভিডিওতে লিফটের ভেতর ধনকুবের ইলন মাস্ক ও অভিনেতা জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে আম্বার হার্ডকে। ভিডিওগুলো ধারণের সময় জনি ডেপের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন আম্বার। তাই শুনানিতে জনি ডেপ অভিযোগ করেছেন, তাকে ঠকিয়েছেন সাবেক স্ত্রী।
মামলার শুনানিতে জনি ডেপ বলেছেন, তিনি চান সত্যটা বেরিয়ে আসুক। সেই উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার প্রতি মানুষের মনোভাব নেতিবাচকভাবে বদলে গেছে।