English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ইধিকাকে উপহার দিলেন শাকিব

- Advertisements -

নাসিম রুমি: ভারতের আসামে পরপর দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের। একটি পণ্ড হলেও অপরটিতে তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন টলিউড নায়িকা ইধিকা পাল। ‌‘প্রিয়তমা’ ছবির অনস্ক্রিন রসায়নের পর মঞ্চেও রোমান্টিক মুডে ছিলেন তাঁরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে তাঁরা অংশ নিয়েছেন আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ প্রাঙ্গণের একটি সাংস্কৃতিকসন্ধ্যায়। শীত উপেক্ষা করে শাকিবকে একনজর দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। অনুষ্ঠানজুড়ে ‘সোয়্যাগ’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কথা আছে’ ও ‘ষোলোআনা’সহ শাকিব অভিনীত বেশ কিছু সিনেমার গানে মঞ্চ মাতাতে দেখা যায় তাঁদের। দলীয় নাচ পরিবেশনা করেন তাঁরা। অনুষ্ঠান শেষে ছোট্ট একটি উপহারেও ইধিকাকে চমকে দেন শাকিব।

পারফর্ম শেষে মাইক্রোফোন হাতে শাকিব বলেন, ‌‘এতদিন তো এই গানগুলোর সঙ্গে আমি একাই পারফর্ম করেছি, আজ ইধিকাও পারফর্ম করল। কেমন লেগেছে?’ শাকিবের এই কথায় প্রতিধ্বনি ওঠে চারপাশে।

ইধিকা বলেন, ‘এতদিন ধরে আমিও এই গানগুলো তোমাকে টিভিতে পারফর্ম করতে দেখেছি। এবার নিজেও পারফর্ম করলাম। ধন্যবাদ তোমাকে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

এবার সোনার দাম কমল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন