কনসার্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এই নাম উজ্জ্বল হয়ে জ্বলছে। একটি সঙ্গীতানুষ্ঠান। কনসার্ট।
যুক্তরাষ্ট্রের দর্শক ছাড়াও এই কনসার্টে প্রচুর প্রবাসী বাংলাদেশি দর্শক দেখা গিয়েছে। উপভোগ করতে দেখা গেছে কনসার্ট। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী বলেন, ‘এমন একটি আয়োজনে অংশ নেওয়াটা একটা ইতিহাস। সেই ইতিহাসে যুক্ত হতে পেরে আমি গর্বিত। কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের। কৃতজ্ঞতা জানাচ্ছি আইসিটি ডিভিশনকে। স্বাধীনতার ৫০ বছর পরে সেই একই স্থানে মানে ম্যাডিসন স্কয়ারে গান গাওয়াটা শুধু চিরকুট নয় এটা বাংলাদেশিদের জন্যও গর্বের। ’
সুমী বলেন, ‘বিশবিখ্যাত ব্যান্ড স্কোরপিয়ন্সের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করাটাও খুব একটা সহজ বিষয় নয়। এমন অফার পেয়ে টেলিফোন যখন পেয়েছিলাম তখন বিশ্বাসও করতে পারছিলাম না, যদিও অনেক পরে ধাতস্ত হয়েছি। তবে এটাও সত্য যে গত ১১ বছরে আন্তর্জাতিকভাবে অনেকগুলো কনসার্ট করে চিরকুটের পোর্টফোলিও ভারী হয়েছে। ’
এই কনসার্টে সুমীকে গাইতে দেখা যায় ধন্য ধান্যে পুষ্পে ভরা, কানামাছিসহ চিরকুটের সমস্ত জনপ্রিয় গান।