তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটি সেন্সর বোর্ড আটকে দিলে নির্মাতা ইউটিউবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। মুক্তির প্রথম দিনই এক লাখ পেরিয়ে গেছে সিনেমার ভিউ।
আনুশ বলেন, ‘আশা ছিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব। কিন্তু সেটা আর সম্ভব হলো না। তাই বাধ্য হয়ে ইউটিউবে প্রচার করি। বেশ ভালো সারা পাচ্ছি। এটাই আমার প্রাপ্তি। দর্শক রেসপন্স পেয়ে সত্যি আনন্দিত। অনুপ্রেরণা পাচ্ছি।’
২০১৪ সালের আগস্টে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র কাজ শুরু করেন আনুশ। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, মামুন, মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, রোমাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খানসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। আনুশ ফিল্মসের প্রযোজনায় এর সহ-প্রযোজক রেড পিকচার্স।