English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

আসছে ‘মর্দানি ৩’, মুখ্য চরিত্রে রানী

- Advertisements -

নাসিম রুমি: ফের পর্দায় ‘মর্দানি’। এরই মধ্যে সিনেমাটির ১০ বছর পূর্ণ হয়েছে। আর এই সিনেমার ১০ বছর পূর্তিতে যশরাজ ফিল্মসের তরফ থেকে ঘোষণা করা হল মর্দানির সিক্যুয়েলের। প্রথম ও দ্বিতীয় কিস্তির পর আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে পর্দায় আসবে ‘মর্দানি ৩’। বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়কেই দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ শিবানী শিবাজী রায়ের ভূমিকায়। এর আগের জুটি সিক্যুয়ালেও রানীকে দেখা গিয়েছিল এই চরিত্রেই। ন্যায়পরায়ণ, সাহসী একজন পুলিশ অফিসারের চরিত্রে ফের একবার বাজিমাৎ করবেন রানী, এমনটাই আশা নির্মাতাদের।

গত দুটি সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এই সিনেমা কেবলমাত্র বিনোদন নয়, এক নারীশক্তির গল্পও বলে। যে শিবানী শিবাজী রায়ের নিজস্ব জীবন রয়েছে, পাশাপাশি রয়েছে তার কর্মজীবনও। সেখানে এক্কেবারে নির্ভীক এই চরিত্র। কোনও বাধাই যেন তার কাছে বাধা নয়। তিনি যে কোনও প্রতিকূল পরিস্থিতিকে ডিঙিয়ে যেতে পারেন অনায়াসেই।

এর আগে প্রথম ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘মর্দানি’। এরপরে ২০১৯ সালে মুক্তি পায় ‘মর্দানি ২’। এরপরে ২০২৫ সালে আসতে চলেছে ‘মর্দানি ৩’। এবারেই রানী মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে।

তার কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানী মুখোপাধ্যায়ের ক্যারিয়ারের শুরু হয়েছিল ভারতীয় বাংলা থেকেই। অভিনেত্রীর বাবা ছিলেন রুপালি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানীর দিদি। অয়ন মুখোপাধ্যায় রানীর ভাই। রানী বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তার যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানী যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন।

তার প্রথম সিনেমা ছিল ‘বিয়ের ফুল’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রানী। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের ক্যারিয়ারকে আরও পাকা করেছিলেন রানী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন