English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
- Advertisement -

আসছে নুশিন আদিবার নতুন গান

- Advertisements -

প্রকাশ পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

গানটি প্রকাশিত হবে আজ মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে, ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল (Shahinoor masud official)’ নামের ইউটিউব চ্যানেল থেকে।

ব্রাহ্মনবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন বলেন, “আমি প্রচন্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করি নি। প্রথমে খানিকটা দোটানায় পরলেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিল তুই পারবি, চেষ্টা করেই দেখ।  উনার দেওয়া সাহসের ফল এই কাজটি। রাফাত ভাইয়ের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছি। সেটিও  দ্রুতই প্রকাশিত হবে।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন