English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

আসছে নাটালি ডোরমারের ‘হোয়াইট লাইস’

- Advertisements -
‘গেম অফ থ্রোনস’ এবং ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা নাটালি ডোরমার এবার হাজির হচ্ছেন ক্রাইম থ্রিলার ‘হোয়াইট লাইস’ নিয়ে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন নাটালি।
Advertisements

এম-নেট, কুইজিকাল পিকচার্স এবং ফ্রেম্যান্টলের সমন্বয়ে নির্মিত দক্ষিণ আফ্রিকার ক্রাইম থ্রিলারটিতে অভিনয়ের জন্য এখন কেপটাউনে আছেন অভিনেত্রী। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, ৬ মার্চ থেকে শুরু হবে এর শুটিং।

শন স্টেইনবার্গ নির্মিত এবং পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার ড্যারেল ব্রিস্টো-বোভির লেখা ‘হোয়াইট লাইস’-এ জাতি এবং বিশেষাধিকার, অসমতা এবং পরিচয় সংক্রান্ত অনুসন্ধানের গল্প উঠে আসবে। শোটি সম্পর্কে নাটালি ডোরমার বলেছেন, ‘আমি কেপটাউনে থাকতে পেরে এবং এই সুন্দর, আকর্ষণীয় শোটি শুরু করতে পেরে রোমাঞ্চিত।’

 

‘হোয়াইট লাইস’ প্রযোজনা করছেন কুইজিকাল পিকচার্সের হ্যারিয়েট গ্যাভশোন, নিমরোড গেভা এবং ফ্রেম্যান্টলের পক্ষে নির্বাহী প্রযোজনা করছেন জুলি হজ। এ ছাড়া নাটালি ডোরমার এবং ব্রিস্টো-বোভেও নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন এতে। সিরিজের প্রধান পরিচালক হলেন ‘দ্য ওয়াউন্ড’ খ্যাত জন ট্রেংগোভ, যার সাম্প্রতিক ফিল্ম ‘ম্যানোড্রোম’ সম্প্রতি বার্লিনে প্রিমিয়ার হয়েছে। ট্রেনগোভের পাশাপাশি সিরিজটিতে পরিচালক হিসেবে আরো থাকছেন থাটি পেলে (লেরাতো), ক্যাথারিন কুক (রেকা) এবং ক্রিস্টিয়ান ওলওয়াগেন (পপি নোঙ্গেনা, কানারি)।

ব্রিটিশ অভিনেত্রী নাটালি ‘গেম অফ থ্রোনস’-এর ২৬টি পর্বে মার্গারি টাইরেলের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এ ছাড়া ‘পেনি ড্রেডফুল : সিটি অফ অ্যাঞ্জেলস’ ও ‘দ্য টিউডরস’-এর মতো কাজও তারকাখ্যাতি এনে দিয়েছে অভিনেত্রীকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন