English

26 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

আল্লু অর্জুনের সঙ্গে আমার তুলনা করবেন না: অমিতাভ বচ্চন

- Advertisements -

নাসিম রুমি: ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। ইতিমধ্যেই ‘পুষ্পা ১’-এর আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে সিক্যুয়েল ছবিটি। মাত্র দু’দিনে সারা বিশ্বে প্রায় সাড়ে চারশো কোটি টাকা আয় করে ফেলেছিল ‘পুষ্পা ২: দ্য রুল’।

এখনও পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ২,১৫০ কোটি টাকা যায় করে ফেলেছে এই ছবি। সম্প্রতি, কেবিসি-তে এক প্রতিযোগীর সঙ্গে গল্প-আড্ডার ফাঁকে বিনীত সুরে অমিতাভ তাঁকে অনুরোধ করলেন অল্লু অর্জুনের সঙ্গে যেন তাঁর তুলনা না করা হয়।

তবে অমিতাভের এই কথার মধ্যে কিন্তু লুকিয়ে নেই কটাক্ষ অথবা তাচ্ছিল্য। কিংবা অহংকারের রেশ। ‘শাহেনশাহ’র কথায়, “অল্লু অর্জুন একজন অসম্ভব প্রতিভাবান শিল্পী। আর যে জনপ্রিয়তা ও পরিচিতি তিনি পেয়েছেন, তা পাওয়ার যোগ্য তিনি। ওঁর যে ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে তা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। কিন্তু দয়া করে অল্লুর সঙ্গে আমার তুলনা করবেন না।”

কিছুদিন আগে অমিতাভকে নিজের অন্যতম অনুপ্রেরণা বলেছিলেন অল্লু – “অমিতাভজি আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করেন। দেশের মেগাস্টার তিনি।

ভীষণ ভালবাসি অমিতাভজিকে। আমরা সবাই তাঁর ছবি দেখে বড় হয়েছি। আমাদের উপর তাঁর প্রচুর প্রভাব।” তাঁর আরও সংযোজন, ” এই বয়সেও আমি ভাবতে থাকি যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমারও ঠিক এইভাবেই অভিনয় করে যাওয়া উচিত অমিতাভজি যেভাবে বিরতি না নিয়ে অভিনয় করে চলেছেন।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন