তিনি বলেন, ‘সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরো বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।’
প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গর ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচ প্রচারে যেমন দর্শকের সাড়া পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকের সাড়া মিলছে।