English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

আলিয়া-রণবীরকে রামমন্দিরে ঢুকতে বাধা

- Advertisements -

নাসিম রুমি: রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বলিউডের একাধিক অভিনেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুরও। কিন্তু আমন্ত্রণ থাকা সত্ত্বেও প্রথমেই তাদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রণবীর কাপুর, আলিয়া ভাট ও রোহিত শেট্টি যখন রামমন্দিরে পৌঁছান, তখন তারা ভুল গেটে চলে গিয়েছিলেন। তাই আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর আলিয়ারা ভুল গেটে চলে গিয়েছিলেন রামমন্দিরের। তাই প্রাথমিকভাবে তাদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়। তখন তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ সঠিক গেটের কাছে আসেন।

এর পর রণবীর ও আলিয়াকে ক্যাটরিনা আর ভিকির সঙ্গে একটি ব্যাটারিচালিত গাড়ি করে রামমন্দির ঘুরতে দেখা যায়।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে রোহিত শেট্টি, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাইসহ একাধিক বলিউড ব্যক্তিত্ব একসঙ্গে বসেছিলেন। সবাই মিলে সেলফিও তোলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন