English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আলিয়ঁস ফ্রঁসেজে ‘গীত এবং গজল সন্ধ্যা’

- Advertisements -

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি’তে আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হচ্ছে ‘গীত এবং গজল সন্ধ্যা’ শীর্ষক সংগীতায়োজন।

উক্ত আয়োজনে সংগীত পরিবেশন করবেন গজল শিল্পী মনজুরুল ইসলাম খান ও সোমদত্তা ব্যানার্জী। এমনটাই জানান আলিয়ঁস ফ্রঁসেজের কমিউনিকেশন অফিসার নাহিদা শহীদি।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও এশিয়ান টিভি লিমিটেড-এর চেয়ারম্যান ও এফ.বি.সি.সি.আই-এর পরিচালক হারুন উর রশীদ।

দেশের মূলধারার সংগীত ও সেমি ক্লাসিকাল সংগীতের অন্যতম কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম, ছায়ানট থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করার পরে ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের প্রতিথযশা সংগীত গুরুদের কাছে বিভিন্ন পর্যায়ে তালিম গ্রহণ করেন। বর্তমানে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার শাস্ত্রীয় সংগীত কর্মশালার সমন্বয়কারী হিসেবে কর্মরত রয়েছেন।

অন্যদিকে, সোমদত্তা ব্যানার্জী পশ্চিমবঙ্গ তথা ভারতীয় রাগাশ্রয়ী সংগীতের অনন্য সাধারণ ও জনপ্রিয় শিল্পী। ভারতের প্রখ্যাত ওস্তাদদের কাছে তালিমসহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন