আরজি কর কাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হলেন ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু। যদিও বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকায় থাকার কারণে আরজি করকাণ্ডের প্রতিবাদে সরাসরি অংশ নিতে পারছেন না এ গায়ক। কিন্তু টেলিফোনে তিনি তার অবস্থান নিশ্চিত করেছেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুমার শানু বলেন, ‘বাংলার প্রতিবাদী রূপ দেখে আমি গর্বিত। আমি মনে করি, শুধু কলকাতার আরজি হাসপাতাল নয়, সারাদেশে মেয়েরা নিগ্রহের শিকার হচ্ছে। তাই এটাই প্রতিবাদের উপযুক্ত সময়।’
এ গায়ক বলেন, ‘নানা অনুষ্ঠানের কারণে বেশিরভাগ সময় আমাকে দেশের বাইরে থাকতে হয়। আমিও দুই মেয়ের বাবা। দেশে মেয়েরা যেভাবে নিগ্রহের শিকার হচ্ছে, তা দেখে ভয় হচ্ছে। এই মুহূর্তে প্রতিবাদ খুবই জরুরী মনে করি।’
প্রসঙ্গত, পাঁচ বার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া কুমার শানু দুই দশকেরও বেশি সময় ধরে রয়েছেন গানের জগতে। হিন্দি ও বাংলায় গেয়েছেন অসংখ্য হিট গান। ক্যারিয়ারের ঝুলিতে পদ্মশ্রী পুরস্কারও রয়েছে এ জনপ্রিয় সংগীতশিল্পীর।