সংগীত তারকা আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ন্যান্সি। বিষয়টি নিয়ে ন্যান্সি ও আসিফ দু’জনই ফেসবুকে সরব। সর্বশেষ সোমবার রাতে ফেসবুক লাইভে আসেন ন্যান্সি। এসময় তিনি আসিফের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, ‘আসিফ লাইভে বলেছেন আমার মাথা খারাপ ৬ মাস নাকি পাগল থাকি। এই প্রেসক্রিপশন উনি কোথায় পেলেন?’
ন্যান্সি বলেন, ‘আসিফ বিভিন্ন সময় লাইভে এসে আমার মাথা খারাপ বলে মন্তব্য করেন। শাহরিয়ার নাজিম জয় জিজ্ঞেস করেছিলেন, মাথা খারাপ হলে ভালো গায় কিভাবে? আসিফ এর উত্তরে বলেন, মাথা আর কণ্ঠ এক না।’
ন্যান্সি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমার মাথা খারাপ। আমি ৬ মাস পাগল থাকি তাহলে এই মাথা খারাপ মানুষটাকে রাষ্ট্র এমনি এমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিল? বছরে বছরে সম্মাননা দেয় এমনিতেই?’
মামলা না করে বিকল্প পথে সুরাহা করা যেত বিষয়টি- এমন প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, ‘আমি অনেক দেখেছি, সময় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে অসম্মানজনক কথা বলেই যাচ্ছিলেন। সেসব যখন আর নেয়া যাচ্ছিল না তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না।’
ন্যান্সি বলেন, ‘আমি থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ, সব প্রমাণসহ। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন।’
এক ঘণ্টারও বেশি সময় ধরে করা লাইভের শেষভাগে আসিফ নিজে এসেও মন্তব্য করেন। ন্যান্সির উদ্দেশ্যে আসিফ লিখেছেন ‘দোয়া রইলো’।
অন্যদিকে জানা গেছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন আদালতে হাজির হবেন ও ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে মিডিয়াকে জানান আসিফ।