English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

আমি খুবই অস্থির, মস্তিস্ক ঠিকঠাক কাজ করছে না: প্রিয়াঙ্কা চোপড়া

- Advertisements -

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি কেনিয়ায় সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন, সেটি তার মনে আঁচড় কেটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা কেনিয়া পৌঁছে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করেছেন। সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, আমি খুব অস্থির, আমার মস্তিস্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকেই মন খুব বিষাদে ছেয়ে আছে। চারদিকে যে হাহাকার দেখছি, তা সত্যিই সহ্য করা যায় না। তবুও এই সফর শেষ করতেই হবে।

প্রিয়াঙ্কা আরও লিখেছেন, খিদের জ্বালায় কেনিয়ার শিশুরা মরতে বসেছে। চারদিকে যেন মৃত্যুর মিছিল। খাবার নেই, পানি নেই। চোখের সামনে দেখছি খিদের জ্বালায় মুমূর্ষুপ্রায় শিশুরা ছটফট করছে- এই দৃশ্য সহ্য করা খুবই কঠিন। আমিও মা, তাই এমন দৃশ্য কখনও কল্পনাও করতে পারি না। প্রকৃতি এভাবেই যেন প্রতিশোধ নিচ্ছে। তবে জীবনের আরেক নাম আশা। তাই আমি মনে-প্রাণে বিশ্বাস করি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আর এমন মর্মান্তিক দৃশ্য চোখে পড়বে না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন