নাসিম রুমি: দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের এই পরাজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে কিছু মানুষকে উল্লাশ করতে দেখা যায়।
কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে উল্লাস করেন। এতে ক্ষুব্ধ ভারতীয়রা। ঠিক সেই সময়ে ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল মতামত। এর কারণ হিসেবে ভারত বিদ্বেষী মনোভাবকে দায়ী করেছিলেন মনপুরা খ্যাত অভিনেতা।
দর্শকনন্দিত এই অভিনেতার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন চঞ্চল। নেটিজেনদের অনেকে তার তীব্র সমালোচনা করেন। কেউ কেউ আবার দেন চঞ্চলকে বয়কটের ডাক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চঞ্চল। তিনি মনে করছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে চঞ্চল বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অংশ। আমার মন্তব্যকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমি আর কোনও মন্তব্য করতে রাজি নই।