English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

আমার টাকা আছে, বেঁচে থাকার জন্য স্বামীর কাছে যেতে হবে না: শ্বেতা

- Advertisements -

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি। ব্যক্তি জীবনে দুইবার বিয়ে হয়েছে এই অভিনেত্রীর।

কিন্তু একটি সংসারও স্থায়ী হয়নি তার। তবে দুই সন্তানের জননী শ্বেতা মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে আগলে রেখেছেন। পেশাগত জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনটা এলোমেলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সিঙ্গেল মাদার শ্বেতা, অনেকদিন ধরেই। এই যাত্রাটা কেমন তার কাছে? শ্বেতা বলেন, ‘সত্যি বলতে এইটা দুদিকে ধারালো তলোয়ারের মতো। দুটি ব্যর্থ বিয়ের জন্য অনেকেই আমার সমালোচনা করেন। অনেকেই আছেন, যারা তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ তারকাদের বেশি দোষ দেয়। ’

এই অভিনেত্রী আরো বলেন, ‘সমর্থনের মতো জায়গা বলতে, আমি কখনই কাজ বন্ধ করিনি এবং আমি আর্থিকভাবে স্বাধীন। আমার নিজের যত্ন নেওয়ার জন্য টাকা আছে এবং বেঁচে থাকার জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে যেতে হবে না। আমি স্বাধীন বলেই আমার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি একজন কর্মঠ ​​নারী। ’

শ্বেতা স্পষ্ট ভাষায় জানান, ‘সত্যি বলতে আমি আমার প্রথম সংসার বাঁচানোর চেষ্টা করেছি। কারণ আমার বেড়ে ওঠার শিক্ষাটা তেমনই ছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই সময়টা নষ্ট করিনি। আমি বুঝতে পেরেছিলাম, যতটা তিক্ত হওয়ার হয়ে গিয়েছে, যতই বাঁচানোর চেষ্টা করি না কেন। ’

একই সঙ্গে অভিনেত্রী যোগ করে বলেন, ‘বিয়ে নামক প্রতিষ্ঠানে আর বিশ্বাস রাখিনা আমি। ’

ক্যারিয়ারের শুরুর দিকে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্বেতা। বিয়ের এক বছর পর তাদের ঘর আলো করে আসে মেয়ে পলক। ২০০৭ সালে নির্যাতনের অভিযোগ তুলে রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্বেতার। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়েও ভেঙে যায় তার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন