‘সুকেশ বলেছিলেন, তিনি আমার অনেক বড় ভক্ত। দক্ষিণ ভারতীয় ছবিতে আমার কাজ করা প্রয়োজন। নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন সুকেশ এবং বলেছিলেন, তাঁর হাতে বেশ কিছু প্রকল্প আছে। তাই দক্ষিণ ভারতীয় ছবিতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’ সম্প্রতি জ্যাকুলিন দিল্লির পাতিয়ালা আদালতে ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলার প্রধান আসামি সুকেশের বিরুদ্ধে নিজের এই বয়ান রেকর্ড করেছেন।
সুকেশের সঙ্গে জ্যাকুলিন মুঠোফোন ও ভিডিও কলে কথা বলতেন। সে সময় সুকেশ ছিলেন কারাগারে। কিন্তু জ্যাকুলিন ভিডিও কলেও বুঝতে পারেননি যে সুকেশ জেল থেকে কথা বলছেন।