দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনা সেই অনুষ্ঠানটিতে নিজের ক্যারিয়ার ও পারিবারিক বিষয়ে অনেক কথা বলেন অভিনেত্রী। ববি জানান, নিজের ক্যারিয়ার গড়তে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি তিনি।
ববি বলেন, ‘আমার ফ্যামিলে থেকে জিরো সাপোর্ট ছিল। আমার মা কখনো সাপোর্ট দিতেন না।
আমার বাবা যদি আমাকে তখন না করতেন তাহলে হয়তো আমি আর আগাতাম না।’