চলতি মাসের শুরুতে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে বড় পর্দায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি দেখানো হয়েছিল। তাতে চলচ্চিত্রপ্রেমীদের সাড়াও মিলেছিল। প্রচুর মানুষ আরও একবার ছবিটি হলে গিয়ে দেখেছিলেন। এবার বড় পর্দায় আসছে কিং খানের আরও এক জনপ্রিয় ছবি, ‘ওম শান্তি ওম’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাহরুখ ও দীপিকা পাড়ুকোন।
ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে ১৫ বছর আগে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও দেখা গেছে শাহরুখ-দীপিকা জুটিকে। সম্প্রতি আবারও তারা জুটি বেঁধেছেন।
‘ওম শান্তি ওম’ ছবিতে জনপ্রিয় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। পরে সত্যিই জনপ্রিয় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শাহরুখ-দীপিকার নতুন ছবি ‘পাঠান’ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। এর আগেই শাহরুখ-দীপিকাকে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
চলতি নভেম্বর মাসে দিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা, ভোপালসহ ২০টি শহরের প্রেক্ষাগৃহে ১৭ নভেম্বর দেখানো হবে ‘ওম শান্তি ওম’।