নাসিম রুমি: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া ছোটা বচ্চনের সব থেকে বড় সাপোর্টার এবং চিয়ার লিডার হলেন তার বাবা অমিতাভ বচ্চন নিজেই। ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বাপ-বেটার এ জুটিকে। আর সেই খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিগ বি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন একসঙ্গে একটি প্রজেক্ট নিয়ে আসছেন বড় পর্দায়। রবিবার ৯জুন নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউড শাহানশাহ। সেখানে দেখা যাচ্ছে বাপ-বেটা মূলত কোনও রেকর্ডিং স্টুডিওতে কাজ করছেন।
ছবিতে দেখা যায়, অভিষেক একটি চেয়ারে কানে হেডফোন লাগিয়ে বসে। এসময় তার পরনে নীল সোয়েটশার্ট, জিন্স এবং জুতো। অন্যদিকে অমিতাভ বচ্চন রংচঙে পোশাক, লাল প্যান্ট এবং হলুদ জুতো পরে পাশে বসে।
ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন লেখেন, ‘আবার কাজে ফিরেছি। দেরি হল কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে। আরও একসঙ্গে কাজ করতে চাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনার জোরে।’
আগামীতে বিগ বিকে ‘কল্কি ২৮০৮’ এডি ছবিতে দেখা যাবে। আগামী ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি। এখানে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন।