নাসিম রুমি: একটা সময় মাসের ত্রিশ দিনই টেলিভিশন নাটকে দেখা যেত জিয়াউল ফারুক অপূর্বকে। তবে এখন আর সেভাবে দেখা যায়না। নাটকে অভিনয় কমিয়ে এখন মনযোগ দিয়েছেন ওটিটি প্লাটফর্মে। গেল ঈদে ‘গোলাম মামুন’ সিরিজ দিয়ে দর্শক মাতিয়েছেন, এরপর আর কোনো কাজের খবর সেভাবে পাওয়া যায়নি।
নতুন খবর, ফের ওয়েবে নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। নতুন এই ওয়েব ফিল্মের নাম ‘হাউ সুইট’। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। এই জুটি হঠাৎ দেখা, হার্টবিট, কেমন আছো তুমি, ভালোবাসার ডায়েরি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন। সর্বশেষ এই জুটিকে দেখা গেছে ২০২০ সালে, ‘হঠাৎ দেখা’ নাটকে। এরপর আর তাদেরকে পাওয়া যায়নি। অবশেষে চার বছর পর ফিরছেন তারা।
অন্যদিকে এই ওয়েব ফিল্মের মধ্য দিয়ে অপূর্বর সঙ্গে ওটিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তাসনিয়া ফারিণ। এর আগে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে ‘ট্রল’ ওয়েব ফিল্মে। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।