প্রকাশ্যেই গুলি করে হত্যা করা হয়েছে আফ্রিকার জনপ্রিয় র্যাপার কিয়ারনান ফোর্বসকে। উপকূলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে গুলি করে হত্যা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় এই র্যাপারকে। তিনি ‘একেএ’ নামে সর্বাধিক জনপ্রিয়।
এদিকে এই জনপ্রিয় র্যাপারের সাথে আরো নিহত হয়েছেন তার বন্ধু তেবেলো টিবজ মোটসোয়েন। তিনি পেশায় একজন বাবুর্চি এবং উদ্যোক্তা। ধারণা করা হচ্ছে, র্যাপার ফোর্বসের জন্মদিন উদযাপনের অংশ হিসেবে একটি পারফরম্যান্সের জন্য নাইটক্লাবে যাওয়ার পথে তাদের গুলি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একনাগারে প্রায় ৬ বার গুলি চালানো হয় র্যাপারের উপর। তারকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার। র্যাপারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়।
এদিকে র্যাপারকে খুনের পেছনে কারা জড়িত, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। খুনের বিষয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশের মুখপাত্র কর্নেল রবার্ট নেটশিউন্ডা বিবিসিকে বলেছেন যে, র্যাপার এবং তার বন্ধু তাদের গাড়ির দিকে হাঁটছিলেন। হঠাৎ তাদের দিকে দুইজন সশস্ত্র লোক আসে এবং খুব কাছ থেকে তাদের গুলি করে। এরপর হামলাকারীরা পায়ে হেঁটেই সেখান থেকে চলে যায়।