English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
- Advertisement -

আপনি যদি বলেন, বিমানের ছাদে ছাইয়্যা ছাইয়্যা গানে নাচব: শাহরুখ

- Advertisements -

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘দিল সে’। ১৯৯৮ সালে মুক্তি পায় মনি রত্নম পরিচালিত এ সিনেমা। মুক্তির পর সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। এ সিনেমার ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানটি সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরতে থাকে।

‘দিল সে’ সিনেমা মুক্তির পর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। কিন্তু এরপর শাহরুখ খানকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করেননি মনি রত্নম। পুনরায় একসঙ্গে কাজ করার বিষয়ে জানতে চাওয়া হয় শাহরুখ ও মনি রত্নমের কাছে। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশ্নের মুখে পড়েন তারা।

কথার শুরুতে শাহরুখ খান বলেন, ‘‘আমি আপনাকে (মনি রত্নম) অনুরোধ করছি, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনার সঙ্গে একটি সিনেমায় কাজের বিষয়ে সব কিছু বলেছি। আমি শপথ করে বলছি, আপনি যদি বলেন তবে বিমানের ছাদে ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানে নাচব।’’

শাহরুখ খানকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন কিনা? এ প্রশ্ন ছুড়ে দেওয়া হয় মনি রত্নমকে। মজার ছলে এ নির্মাতা বলেন, ‘সে (শাহরুখ খান) যখন বিমান কিনবে, আমি তখন এটি করব।’

এরপর শাহরুখ খান বলেন, ‘মনি স্যার, আমার সিনেমা যেভাবে চলছে, তাতে বিমানটি খুব বেশি দূরে নেই।’ শাহরুখের কথা শেষ হওয়ার পরই মনি রত্নম বলেন, ‘চিন্তা করো না, আমি বিমানটি মাটিতে নামিয়ে আনব।’

 

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন