নাসিম রুমি: বিয়ে করেছেন সংগীতশিল্পী তাহসান খান। অন্যদিকে কাটাছেঁড়া হচ্ছেন গায়কের প্রাক্তন রাফিয়াত রশিদ মিথিলা। বিভিন্ন অপমানজনক ও আপত্তিকর বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে তাকে। মিথিলাকে সামাজিক ভাবে এমন হেনস্তার প্রতিবাদে লেখা একটি দীর্ঘ পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লেখাটি শেয়ার করেছেন অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মওলা রুনা খানসহ আরও অনেকে।
পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো— বাংলাদেশে আপনারা যাকে বাজারের মেয়ে বলে ভাবেন সেই মেয়েটাই একটি বিশ্ব বিখ্যাত এনজিও ব্র্যাকের অন্যতম একজন কর্ণধার। যে মেয়েটির চরিত্র খারাপ বলে আপনারা গালাগাল করেন সেই মেয়েটি পৃথিবীর ১১ টি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করে। যার ছবি দেখে আপনারা এখনো হা হা রিয়েক্ট দেন সেই মেয়েটির মাস্টার্সের ডিগ্রি হচ্ছে দুটো, যার একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। গত পাঁচ বছর ধরে আপনারা যে অভিনেত্রীকে নিয়ে তুমুল সমালোচনায় মত্ত, সেই মেয়েটি এই পাঁচ বছরে পিএইচডি ডিগ্রি নিচ্ছে। আগামী বছর সে পিইচডি ডিগ্রিধারী হবে। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন তারা কে কি অর্জন করেছেন একটু নিজের চেহারায় দেখে বলবেন কি?
আপনার চারপাশে অসংখ্য সুন্দরী মেয়ে হয়তো দেখেছেন। এদের কেউ সুন্দরী কিন্তু সে মেধাবী ছাত্রী নয়। আবার সুন্দরী+মেধাবী হলে আবার সে গান গাইতে পারে না। গান গাইতে পারলেও অনেকেই আবার নাচতে পারে না। কিন্তু একটি মেয়ে যখন একজন ভালো চাকুরিজীবী, মেধাবী ছাত্রী, গায়িকা ও নায়িকা এবং তার পাশাপাশি সে ছবিও আঁকতে পারে তবে বুঝতে হবে সৃষ্টির স্বর্গীয় সৌন্দর্য নিয়ে এই মেয়েটি পৃথিবীতে এসেছে। সে পৃথিবীতে শুধু খাওয়া আর ঘুমের জন্য জন্ম নেয়নি, এই পৃথিবীতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে তার জন্ম হয়েছে।