এখনো বেঁচে আছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি। গত ২১ মার্চ আইসিইউতে রয়েছেন। সিঙ্গাপুরে থেকে ফারুকের স্ত্রী ফারহানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিত্তিহীন এমন খবরে ক্ষুব্ধ হয়েছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
তিনি বলেন, একটা মানুষকে সুস্থ করার জন্য সবাই লড়াই করছে। এ সময় তাকে নিয়ে মৃত্যুর গুজব, আমরা সত্যি অবাক হয়েছি। মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়। আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন এবং ভালো আছেন। সবাই তার জন্য মন খুলে দোয়া করবেন।