নাসিম রুমি: বিনা কর্তনে সেন্সর পেয়েছে শাকিব খানের চলচ্চিত্র ‘রাজকুমার’। গতকাল (৪ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা এটি দেখেন। বিষয়টি আজ একাধিক বোর্ড সদস্য নিশ্চিত করেছেন। ফলে ঈদের আলোচিত এ ছবি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হিমেল আশরাফের এ চলচ্চিত্র।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। সেন্সর বোর্ডের একাধিক সদস্য শেষ দৃশ্যটি দেখে আপ্লুত হয়েছেন।
বোর্ডের সদস্য হিসেবে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘সদস্য হিসেবে ছবিটি নিয়ে আমার বা আমাদের খুব বেশি কথা বলার সুযোগ নেই। এটুকু বলব, খুব ভালো একটা চলচ্চিত্র পেতে যাচ্ছে দর্শকরা।’
এদিকে মুক্তি উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার। ২৮ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় টাইটেল ট্র্যাক। ২ এপ্রিল এসেছে এর দ্বিতীয় গান ‘বরবাদ’। গান দুটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রসায়ন দেখা গেছে।
কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি।’
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে রাজকুমার-এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।’