নাসিম রুমি: বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম।
আগামী শুক্রবার বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে এক জমজমাট আয়োজনে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হবে।
এইদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ‘ন্যাশনাল লাইফ ইনসুরেন্স ভবন ‘এন এল আই’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।
জানা গেছে, অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে, সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুস্মিতা সুলতানা শম্প, রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।