English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

আজ রাতে ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’

- Advertisements -

যুগ যুগ ধরে গ্রামাঞ্চলে নানান ভৌতিক গল্প প্রচলিত আছে। যেগুলো প্রজন্ম থেকে থেকে প্রজন্মে শোনা যায়। বিভিন্ন কুসংস্কার ও লোককথার প্রেক্ষাপট নিয়ে বর্তমান আবহে তৈরি হয়েছে ওয়েব সিরিজ। যা নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন আর নাম দিয়েছে ‘ষ’। এই সিরিজের প্রথম পর্ব ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’।

এখানে দেখা যাবে, একাকী যুবক একদিন বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী আগন্তুককে। কিন্তু সেই বিল্ডিংয়ে তো মেয়ে নিষেধ। তবে কোথা থেকে আসলো ওই মেয়ে? এমন গল্প থাকছে পর্বটিতে। চার পর্বের তারকাবহুল এ সিরিজের প্রথম পর্বে মূল ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডল ও শিরিন আক্তার শিলাকে।

অভিনেত্রী শিরিন আক্তার শিলা বলেন, ‘এটা আমার জীবনে প্রথম প্রোজেক্ট। কাজটা করে আমি অনেক খুশি। এর জন্য আমি আমার আই-ব্রো পুরো শেভ করে ফেলেছিলাম। দুই মাস আই-ব্রো ছাড়া ছিলাম। যা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। এখন দর্শকরাই বলবে কাজটা কেমন হয়েছে। আমি শুধু আমার চেষ্টা চালিয়ে গেছি।’

অভিনেতা সোহেল মন্ডল বলেন, ‘হরর কনটেন্টে কাজ করতে হলে পুরা টিম মানে কাস্ট এন্ড ক্রু সবাইকেই পরিশ্রম করতে হয়। আর ভৌতিক কনটেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে যে মেক-আপ, গেট-আপ নেয়াটাও বেশ কষ্টসাধ্য। আর সে জায়গা থেকে নুহাশ তো সবসময় ইন্টারেস্টিং কজ করতে চায়। সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা নিয়ে কাজটা করেছিলাম, তবে কষ্টও করতে হয়েছে।’

পরিচালক নুহাশ বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা “ষ”-তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’

আজ মুক্তি পাচ্ছে সিরিজটির প্রথম পর্ব। আজ দিবাগত রাত ১১ টা ৫৯ মিনিট থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে এটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন