English

23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

আজ পাঁচ অভিনেত্রীর বিশেষ দিন

- Advertisements -

নাসিম রুমি: একসঙ্গে শোবিজের পাঁচ তারকার জন্মদিন আজ। তারা হলেন- অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা কেয়া, সোহানা সাবা, লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। যদিও জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করছেন না তারা। মূলত করোনার কারণেই পরিবারে সাথে কাটবে তাদের জীবনের এই বিশেষ দিনটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই পাঁচ অভিনেত্রী। বড় কোনো আয়োজন না থাকলেও একান্ত ঘরোয়া আয়োজনে কেক কেটে জন্মদিনের ক্ষণকে স্মরণীয় করবেন বলেও জানান তারা। পাশাপাশি জন্মদিনে ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এ পাঁচ তারকা।

মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালে জামালপুর। তিনি পড়াশোনা করেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে। শাওনের ক্যারিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। নতুন কুঁড়িতে তিনি বিজয়ী হয়েছিলেন।

এরপর ১৯৯৬ সালে তিনি নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। জন্মদিন উপলক্ষে মেহের আফরোজ শাওন বলেন, ‘জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই।’

চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হন। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রে অভিনয় করে দুটি বিভাগে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জন্মদিন প্রসঙ্গে কেয়া বলেন, ‘সাধারণত দিনটি আমি পরিবারের সঙ্গেই কাটাই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাসাতেই থাকব। সন্ধ্যায় পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হবে। তাদের সঙ্গেই আড্ডা দেব। এর বেশি কিছু নয়।’

১৯৮৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সোহানা সাবা। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে। এরপর তিনি ঢাকা ল্যাবরেটরি স্কুল ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পড়াশোনা করেছেন। এছাড়া সাবা বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন।

জন্মদিন প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘আমার কাছে পুরো বছরের সবচেয়ে প্রিয় দিন আমার জন্মদিন। আগে এক আমলে আমাকে কেউ সারপ্রাইজ দিক তা পছন্দ করতাম না। এখন পছন্দ করি। নানান রকম সারপ্রাইজ দেয়াও হচ্ছে আমাকে। আমিও যারপর নাই খুশি। জীবনটা সত্যিই সুন্দর। জন্মদিন আসলে যেমন ভালো লাগে তেমনি মন খারাপ হয় কারণ, চট করে দিনটা চলেও যায়। শুধু জন্মদিন না প্রতিটা দিন চলে যাচ্ছে, চলেই যাচ্ছে। যদি থমকে রাখা যেত সময়টাকে তো খুব ভালো হতো। জন্মদিন আসলে মনে হয় মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আরেকটু। কি বাজে যে এই ভাবনাটা। তবুও আমার জন্মদিনই আমার সেরা দিন।’

২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। তিনি ১৯৮৮ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। টিভি এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করছেন মৌসুমী। জন্মদিন উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন উপলক্ষে আমি বিশেষ কিছু করছি না। বিশেষ এ দিনটিতে সবার ভালোবাসা, দোয়া চাই যেন ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে পারি।’

২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। ১৯৯৬ সালে ময়মনসিংহ জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে মিম বলেন, ‘এবারের জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন নেই। পরিবারের সান্নিধ্যেই সময় কাটবে। দিনটি উপলক্ষে সবার কাছে দোয়া চাই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন