নাসিম রুমি: প্রায় দুই যুগের ক্যারিয়ার। মডেলিং দিয়ে শুরু করলেও পরে অভিনয়ে থিতু হন আর ক্রমেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। শুধু রোমান্টিক চরিত্রে নয়, নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন, পৌঁছেছেন সাফল্যের শিখরে।
আজ বৃহস্পতিবার জনপ্রিয় এ তারকার জন্মদিন। দেখতে দেখতে জীবনের অনেকগুলো বসন্ত পার করে দিলেন। মজার বিষয় হলো, আজ বাবা-ছেলে দুজনেরই জন্মদিন। নিজের জন্মতারিখেই পৃথিবীতে আসেন অপূর্বর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। নিজের জন্মদিন নিয়ে কখনো কোনো আয়োজন না করলেও আয়াশকে ঘিরে প্রতিবারই বাসায় ঘরোয়াভাবে আনন্দ আয়োজন রাখা হয়।
বিষয়টা খুবই বিরল মনে হয় আমার কাছে যে, বাবা-ছেলের জন্মদিন একই তারিখে। আমি সত্যি ভীষণ ভাগ্যবান বাবাদের একজন। নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান বাবা বলে মনে হয়। আয়াশ আমার জন্মদিনের সেরা উপহার। আমি কখনোই আমার জন্মদিন ঘটা করে পালন করি না, তবে এদিনটা আয়াশকে ঘিরেই কাটিয়ে দিই সবসময়। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। আয়াশের জন্য পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই ছোট্ট আয়োজন থাকে। পরিবারের সদস্যরা তো থাকেনই, এ ছাড়া সহকর্মীরা অনেকেই আসেন। সবাই একসঙ্গে কিছুটা সময় পার করা হয়, খাওয়া-দাওয়া করা হয়।
অপূর্ব বলেন আমি আজকে যা, যে অবস্থানে আছি তার কৃতিত্ব আসলে আমার ভক্তদের। তারা সারা বছরই আমাকে এত এত ভালোবাসায় সিক্ত করে রাখেন, যেটা দেখে আমি মাঝেমধ্যেই অবাক হই যে, এত ভালোবাসা পাওয়ার মতো কি কিছু করতে পেরেছি আমি? আর জন্মদিনে তো তারা আমাকে প্রতিবারই চমকে দেন। এই ভালোবাসার আসলে প্রতিদান কীভাবে দিতে হয়, আমি জানি না। তারা আমার কাজ ভালোবাসেন, তাই চেষ্টা করি সবসময় ভালো কিছু উপহার দিতে এবং সেই চেষ্টাই করে যাব সবসময়।