English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

আগামীকাল ঢাকায় গান গাইবেন নচিকেতা

- Advertisements -

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। ‘নীলাঞ্জনা’খ্যাত এ শিল্পী তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। শুক্রবার (১০ নভেম্বর) ঢাকায় গান গাইতে আসবেন তিনি।

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক কনসার্টে নচিকেতা গান গাইবেন।

‘আজব রেকর্ড ও আজব কারখানা’র উদ্যোগেই ঢাকায় আসছেন নচিকেতা।

প্রতিষ্ঠানটির কর্ণধারের তথ্যমতে, ‘নচিকেতা বাংলাদেশে আসার সবকিছু চূড়ান্ত। আগামীকাল ১০ নভেম্বর তিনি আসছেন।’

নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। ১৯৯০-র দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এ শিল্পীর গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে।

নচিকেতা চক্রবর্তী একটি আদর্শের নাম। যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এ ছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন