বেশ কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রণবীর সিং। সৌজন্যে তার ন্যুড ফটোশুট। সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন অভিনেতা, ছবিতে তার শরীরে কাপড়ের লেশমাত্র ছিল না। সেই ছবি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয় সেই ফটোশুট।
সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে মিমে। এবার এর জেরেই আইনি বিপাকে অভিনেতা। ন্যুড ফটোশুট করে মহিলাদের আবেগে আঘাত হেনেছেন রণবীর। সেই ভিত্তিতেই মুম্বই পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। এছাড়া আর কোন কোন বিষয়ে অভিযোগ করা হয়েছে তা এখনও অবধি জানা যায়নি।