নাসিম রুমি: আসছে রণবীরের ‘অ্যানিমেল’। সিনেমাটির টিজার দেখেই দর্শকদের যেন তর সইছে না, তাদের উন্মাদনা তুঙ্গে। যেমন সিনেমার নাম, তেমনই যেন হিংস্রতার ছাপ। প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছে ছবিটি। রণবীর কাপুরের লুক তো বটেই, টিজার প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি যার চরিত্র নিয়ে হইচই হচ্ছে—তিনি ববি দেওল। ঠিক যেন বিতর্কিত সিরিজ ‘আশ্রম’র মতো চোখেমুখে হিংস্রতা!
কী ছিল সেই দৃশ্যে? টিজারে তাকে দেখা গেছে খালি গায়ে ছুরি হাতে দরজা খুলছেন। আর কিছু একটা চিবাচ্ছেন। ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের লুক প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, অভিনেতাকে হয়তো সমকামী কোনও চরিত্রে দেখা যাবে।
দর্শকদের একাংশের ধারণা, ববিকে নরখাদকের ভূমিকাতেও দেখা যেতে পারে। তবে এবার অভিনেতার এক মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই ‘অ্যানিম্যাল’-এ তার চরিত্র ফাঁস করতে দেখা গেল অভিনেতাকে।
যদিও চমক ভাঙতে চাননি, তবে ববি দেওলের ইঙ্গিত, কিছুটা ভিন্ন ধরণের চরিত্র। আমার লুকটাও আলাদা। এভাবে কখনও দেখা যায়নি আমাকে। টিজারের ওই দৃশ্যে আমি কি চিবাচ্ছিলাম? সেটা বলতে পারব না। তবে, আমি এটুকু বলতে পারি যে, এই সিনেমার গল্পে অবশ্যই আমি কিছু চিবাচ্ছি।
ববির এমন মন্তব্য শুনে অনেকেই তাজ্জব হয়ে যান। কিন্তু সত্যিই কি নরখাদকের চরিত্রে দেখা যাবে তাকে? খোলসা হবে ১ ডিসেম্বর। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’।