এবার মার্কিন মুল্লুকে নাকি হইচই কাণ্ড বাঁধিয়ে দিতে পারেন প্রিয়াংকা চোপড়া। আসন্ন অস্কারে মেরিল স্ট্রিপ, কেট ব্ল্যানচেটদের তালিকায় নিজের নামও যুক্ত করে নিতে পারেন বলিউড ও হলিউড এই অভিনেত্রী। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রভাবশালী গণমাধ্যম ভ্যারাইটি সংবাদসংস্থার এমনটাই দাবি। আগামী বছরের অস্কারে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন তিনি।
২০২১ সালের অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের দৌড়ে শক্তিশালী প্রার্থী হবেন ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া। অস্কারের মঞ্চে সেরা সহ-অভিনেত্রীদের তালিকায় প্রিয়াংকার নাম ভেসে উঠার সম্ভাবনা প্রবল। সংবাদমাধ্যম ভ্যারাইটি সম্প্রতি সম্ভাব্য অস্কার প্রতিদ্বন্দ্বিদের নামের একটি তালিকা প্রকাশ করে। আর তাতেই উঠে আসে প্রিয়াংকা চোপড়ার নাম।
ধারণা করা হচ্ছে, তার অভিনীত আসন্ন সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’র জন্য এবার অস্কারে মনোনয়ন পাবেন অভিনেত্রী। মার্কিন নির্মাতা রামিন বাহরানি পরিচালিত সিনেমাটিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও ও আদর্শ গৌরব।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন