নাসিম রুমি: সত্তর দশকের সেরা অভিনেত্রীদের একজন ববিতা। রুপালি পর্দা কাঁপানো এ অভিনেত্রী এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে। অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই অ্যাকটিভ থাকেন কিন্তু বিষয়টি সত্য নয়। কারণ তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।
চিত্রনায়িকা ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ছবি এবং ভিডিও আপলোড করা হয়। তার ভক্ত দর্শকরা মনে করেন এটি প্রিয় নায়িকার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম।
সম্প্রতি সেই ফেইক আইডি থেকে ববিতার অসুস্থতার ছবি পোস্ট করা হয়। এতে ববিতাও বিভ্রান্তিতে পড়ে যান। তার অনুরাগীরাও এই খবরে চিন্তিত হয়ে পড়েন।
তবে ববিতা গণমাধ্যমকে জানিয়েছেন, তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তার ছবি ব্যবহার করে কে বা কারা এটি পরিচালনা করছেন তিনি তা জানেন না।
তিনি আরও জানান, তার শরীর ঠিক আছে। অসুস্থতার ছড়ানো খবরটি সত্য নয়।
১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার।